সকালের স্নিগ্ধতা
সকালের স্নিগ্ধতা মোরে করে জাগানিত
আনন্দে পাখিরা গান গায়।
দখিনা বাতাসে চুল উড়ে বেড়ায়
কুয়াশায় ঢাকা শিশিরের কণা,
ঘাসে পরে করে জলজল।।
সূর্যের হাতছানি দৃশ্যমান হয়।
সকালের স্নিগ্ধতা মধুর,
অসাধারণ সৌন্দর্যে উদ্ভাসিত।
শীতের আমেজে সবাই মেতে ওঠে,
পিঠা উৎসবে।।
আহা!!কী আনন্দ যেন স্বচ্ছতোয়া
জলে বকের সারি উড়ে বেড়ায়।।
উড়ে বেড়ায় কবুতর, ময়না,শালিক
উড়ে বেড়ায় অতিথি পাখি।।
তাইতো সকালের স্নিগ্ধতা
কত মধুর, কত চিরঞ্জীব, কত স্পষ্ট।।