Posts

কবিতা

আমার আমি

November 25, 2024

Mezbin Tania

Original Author ফজলুল হক

53
View

আমার আমি 

নিরন্তর চেষ্টা করি , লিখি 

কাগজের বুকে কলমের ডগায়

অক্ষরের সম্মিলনে অর্থবোধক শব্দগুলো

পাশাপাশি বসে, হয় বাক্য

প্রকাশ করি মনের ভাব

না হোক গল্প - কবিতা- উপন্যাস।

সময়ে সুযোগে --

আমার ভাবনারা আড়ামোড়া দিয়ে ওঠে,

অবসাদে হাই তোলে,

আতঙ্কে হেঁচকি দেয়,

পানির গ্লাসে ছুমুক দিয়ে,

আবার শুরু করি---

অবিধানের পাতা উল্টেপাল্টে দেখি

খুঁজতে থাকি যোগ্য শব্দ , শুদ্ধ বানান, যুতসই সমাপ্ত বাক্য

মনোভাবে সঙ্গতি রেখে লিখতে চেষ্টা করি।

নইলে ---

কবিদের জাত যাবে 

কবিতার মান যাবে রসাতলে

আমাকে একঘরে করবে কবিদের পঞ্ছায়েত।

ভয়ঙ্কর আগামির কথা ভেবে, ভাবছি

কি হবে আমার?

আমি তো আমার কথা লিখি,

লিখি আমার আমিকে নিয়ে,

আকণ্ঠ শ্রদ্ধা কবি ও কবিতায়।

Comments

    Please login to post comment. Login