Posts

কবিতা

লোকগীতি ০১৩৬: ললনা

November 28, 2024

তারিক হোসেন

61
View

     ললনা

ললনা রে ললনা, সত্যি করে বলো না; 
আসলে কি আমায় তুমি, ভালোবাসো না।২

তোমার জন্য বসে থাকি, পদ্মা নদীর পাড়ে; 
কতভাবে তোমায় ডাকি, বাঁশির গোপন সুরে।২
মনের কথা তুমি বন্ধু, বুঝতে পারো না;
তাইতো বন্ধু তুমি আমায়, কাছে আসো না।২ঐ

তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে রেজু খাল;
খালের পাড়ে বসে বসে, দেখি তোমার চল।২
সবার সাথে বলো কথা, আমায় বলো না:
কত ঢঙ্গে চলো তুমি, ফিরে দেখো না।২ঐ

তোমার জন্য পাগল হইলাম, পাগল হইল মন; 
ভালোবেসে সপে দিলাম, জীবন ও যৌবন।২
এত কিছু করলাম আমি, তুমি বুঝলা না;
আপন হতে চেয়ে তুমি, আপন হইলা না।২ঐ

Comments

    Please login to post comment. Login