দুপুরের ঝলমলে রৌদ্রে কিচ্ছুক্ষন দাড়িয়েছি শুধু তাকে দেখার জন্য। কিন্তু সে আজ এলো না। তাকে দেখার প্রহর আর শেষ হয় না। অজানা এক অতৃপ্তি নিয়ে বাড়ির পথে যাচ্ছিলাম আর ভাবছিলাম সে কেন এল না? আমাকে কি ভুলে গেছে ? নাকি অন্যকে মনের খাচায় বন্দি করে হৃদয়ের ময়না পাখি করে তার অপেক্ষায় বসে আছে ?