Posts

কবিতা

ব্রেক আপ

November 28, 2024

মোঃ আল আমিন

এক অপরিচিত হয়ে রয়ে গেলাম মুহূর্তে, 
আমাদের দেখা হয়েছিলো কোথাও?
কথা হয়ছিলো কি এমনভাবে_
পাখি তার সঙ্গীর সাথে যেমন কিচির মিচির করে?
কখনও কি ডুবে ছিলাম একে অপরের চোখে,
আঙুলে আঙুল ছুঁয়ে ভেজা কদমের পরশে?

তোমার ফিকে হাসিতে যে প্রেম গোপন করে
লুকিয়ে রেখেছিলে মায়াবী চোখের চুরি করা পলকে,
সে প্রেম কভু ছিলোনা কি? 
হঠাৎ তোমায় দেখে কাঁপেনি কি এ হৃদয়
ভারী নিঃশ্বাসের শিহরণে জাগেনি কোন প্রেম।

চায়ের ছোট্ট আসর হতে ফেরেনি কোন প্রেমিক যুগল?
বুকে চেপে যাওয়া অসম নির্বাক প্রেম নিয়ে 
আমাদের কেউ ঝরায়নি দুফোঁটা আঁখিজল;
ধীর পায়ে অনিচ্ছুক ফেরায়_আমরা ছাড়িনি কি দীর্ঘশ্বাস! 
কেউ ভালোবাসেনি_;
চিনিনি কাউরে কেউ কোনদিন
এমনই অপরিচিত হলেম আজ দুজনে?

Comments

    Please login to post comment. Login