শিরোনাম :প্রতিবেশী।
কলমে:ওমর ফারুক।
তুমি ফুলের গন্ধ পেলে
আমি ভাতের গন্ধ পাব
তুমি শুভ্র মেখে নিলেই
আমি অন্ন ছুতে পারব।
তুমি প্রিয় জিনিস কিনলেই
আমার ছোট সংসার চলবে
তুমি প্রিয় মানুষকে মনের
কথা বললেই তার মন গলবে।
তুমি বিলাসিতায় মাতলে
আমি শখের বয়স কিনব
তুমি হেলে দুলে চলবে
আমি কোন রকম চলব।
তোমায় ভালোবেসে হাজার
টাকা হাত খরচের দিবে
আমি একা রোজগার করলে
আমার সংসার চলবে।
তোমার যেমন শখের বয়স
আমারও ভাই তেমন
তুমি যেমন মায়ের সন্তান
আমিও গরীবের সন্তান।
তুমি খোজ খবর নিলে পাশের
বাড়ির সন্তানটা রাস্তায় নামত না
তুমি দায়িত্বশীল হলে তোমার
বয়সের বন্ধু কখনো পথচারী হতো না।