Posts

কবিতা

লোকগীতি ০১৩৭: অন্তর জ্বালা করে

November 29, 2024

তারিক হোসেন

45
View

      অন্তর জ্বালা করে

অন্তর জ্বালা করে বন্ধু, অন্তর জ্বালা করে; 
তোমায় না দেখলে আমার, অন্তর জ্বালা করে।২
প্রেম জ্বালা বড় জ্বালা, শুধু জ্বালা করে; 
তোমার কথা আমার বন্ধু, শুধু মনে পড়ে।২ঐ

জানিনা এখন আমি, কেমনে থাকি দূরে; 
ভুলতে গেলে মন আমার, শুধু ছটফট করে।২
ইচ্ছে করে থাকি বসে, তোমার হাতটি ধরে;
নয়ন ভরে তোমায় দেখি, শুধু বারে বারে। ২ঐ

সকাল হলে নয়ন মেলে, তোমায় দেখতে চাই; 
রাতের বেলা তোমার বুকে, নিদ্রা যেতে চাই।২
তোমায় আমি পেতে চাই, শুধু আপন করে; 
জনম জনম রেখে দিব, মাথার মুকুট করে।২ঐ

দুঃখ আমার তোমায় আমি, পাইনা সকল বেলা; 
তোমার সাথে হয় না আমার, ভালোবাসার খেলা।২
অন্তর আমার শুধুই পোড়ায়, তোমায় মনে করে;
তোমায় দেখলে অন্তর আমার, শীতল হয়ে পড়ে।২ঐ

Comments

    Please login to post comment. Login