আচ্ছা সিঙ্গাপুরেও কি দুর্নীতি হয়?
সিঙ্গাপুরের মহামানুষ!'রাও কি মিথ্যা কথা বলে?
শূণ্য থেকে কোটিপতি হয়!
দেয় কি! মিথ্যায় ভরা আশ্বাস!
তারাও কি রাষ্ট্রীয় সম্পদ চুরি করে,
কলমের দু'একটি খোঁচায়!
সেখানে কি রেলের স্লিপার বাঁশ নামক
ইস্পাতের নাটবল্টু দিয়ে লাগানো থাকে!
নড়বড়ে ব্রীজের উপর দিয়ে,
হালকা পাথরের উপর দিয়ে কি চলে,
আমাদের মতো ডিজিটাল রেলগাড়ি!
সেখানেও কি শহরের রাস্তাঘাট,
খানা-খন্দকে ভরপুর থাকে!
থাকে কি জ্যামে স্কুল কলেজ
রোগীবহনকারী অ্যাম্বুলেন্স
ঘন্টার পর ঘন্টা আটকে!
সেখানেও কি নিত্য প্রয়োজনীয়
দ্রব্যের দাম বাড়ে হুহু করে,
কথায় কথায়?
ভেঁজালে ভেঁজালে কি সয়লাব,
শিশু খাদ্য থেকে জীবন রক্ষাকারী ওষুধ!
শাক-সব্জি, মাছ-মাংস সব সবকিছু!
তারাও কি দেশের টাকা পাচার করে,
বাইরের দেশে পাঠিয়ে দেয়!
তারাও কি উল্টাপাল্টা কথা বলে
জনগনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে!
তারাও কি নিজের দোষ ঢাকতে,
অন্যের ঘাড়ে নিজের ব্যর্থতা চাপায়
নির্লজ্জভাবে অবলিলায়!
যদি করে! তবে চাই না এমন সিঙ্গাপুর!
আমি চাই দুর্নীতিবিহীন,
মিথ্যাচার বর্জিত,
মেকী দেশপ্রেমের নাগপাশ থেকে মুক্ত,
সকলের দেশপ্রেমে উজ্জ্বিবিত,
বঙ্গবন্ধুর -
একটি " সোনার বাংলাদেশ। "