Posts

কবিতা

বুঝতে পারিনা আমি (Premium)

November 29, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

0
sold
বুঝতে পারিনা আমি!

লিংকন

নিজের সাথে যুদ্ধ করতে করতে
আজ আমি বিধ্বস্ত পরাজিত,
নিজেকে প্রশ্ন করতে করতে
আমি আজ বড় ক্লান্ত!
বড় অবসন্ন।

বাংলা মা আমার-
তুমি কি সত্যিই স্বাধীন?
নাকি স্বাধীনতার খোলসে,
হাতে শিকল, পায়ে বেড়ী তোমার?
বুঝতে পারিনা আমি।

তুমি কি সার্বভৌম একটি দেশ?
নাকি পতিতার মতো
শত খদ্দেরের চোখ রাঙানো,
একটি উপনিবেশ?
হাজারো প্রশ্ন করেও
উত্তর পাইনা আমি।

তুমি কি বর্জুয়া গোষ্ঠীর,
শোষন নিপীড়নের উর্বর ভূমি?
নাকি ক্ষমতালোভী কুচক্রীদের,
পাশা আর দাবার গুটি?
বুঝতে পারিনা আমি।

তুমি কি লালন করো,
" জনগণই সকল ক্ষমতার উৎস "?
নাকি গনতন্ত্রের আঁড়ালে,
পালন করো পরিবারতন্ত্র?
বুঝতে পারিনা আমি।

তুমি কি দানব আর
দুর্নীতির স্বর্গক্ষেত্র,
নাকি পেশিশক্তিকে আবাদ করো
দূর্বলদের করো লাঞ্চিত?
বুঝতে পারিনা আমি।

বাংলাদেশ তুমি কি শুধুই
একখন্ড জমি!
নাকি কোটি জনতার,
সোনার মাতৃভুমি?
বুঝতে পারিনা আমি।

জীবন্ত শবের মতো
হাজারো প্রশ্ন নিয়ে,
নিষ্পলক ঠান্ডা চোখে শুধু,
তোমারই পানে চেয়ে থাকি।

তবুও বাংলা মা আমার,
আমি তোমাকেই ভালোবাসি।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login