Posts

কবিতা

অগো মোর নিলীমা

November 29, 2024

Minhajuddin Chowdhury

129
View

        কেশ

অগো মোর নিলীমা 
তুমার জলে ভেজা কেশ,আমার
মন কেড়ে যায়, 
তুমার হৃদয় গহীনে একটু
স্থান দিয় আমায়।
অগো মোর নিলীমা।
সকালে তুমায়
বিকালে তুমায়
সারা বেলা নিশীতে খুঁজি তুমায়, 
অগো মোর নীলিমা।
তুমার স্নানের ঐ ভেজা কেশ,

আমার হৃদয় কাঁড়ে।
তুমার সুললীত কণ্ঠ 
যেন কানে এসে ভাসে, 
এসো তুমি এসো অগো মর প্রিয়।

Comments

    Please login to post comment. Login