কেশ
অগো মোর নিলীমা
তুমার জলে ভেজা কেশ,আমার
মন কেড়ে যায়,
তুমার হৃদয় গহীনে একটু
স্থান দিয় আমায়।
অগো মোর নিলীমা।
সকালে তুমায়
বিকালে তুমায়
সারা বেলা নিশীতে খুঁজি তুমায়,
অগো মোর নীলিমা।
তুমার স্নানের ঐ ভেজা কেশ,
আমার হৃদয় কাঁড়ে।
তুমার সুললীত কণ্ঠ
যেন কানে এসে ভাসে,
এসো তুমি এসো অগো মর প্রিয়।