জাগো বাঙ্গালী জাগো,
সবার হাতে হাত ধরে। থাকো সবাই এক হয়ে মিলেমিশে,
তবেই বাঙ্গালী জাতি অনেক দূর এগিয়ে যাবে।
কেউ কোনো ভুল করলে, পুরো বাঙ্গালী জাতির দোষ তুমি দাও।
তুমি কেন ভুলে যাও,
তুমিও বাঙ্গালীর বাইরে নও।
সবাই এক হও,
বাঙ্গালীকে নিয়ে যাও,
অনেক দুর এগিয়ে ।
মোটকথা,
সবাই গ্রহণ করো আখলাকে হামিদাহ,
সবাই বর্জন করো আখলাকে যামিমাহ।
সবসময় করো অন্যের চিন্তা,
তবেই হবে বাঙ্গালী বিশ্বসেরা।