Posts

কবিতা

লোকগীতি ০১৩৯: তুমি মানুষ ভালা না

November 30, 2024

তারিক হোসেন

47
View

      তুমি মানুষ ভালা না

তুমি মানুষ ভালা না রে বন্ধু, মানুষ ভালা না;
তোমার সাথে আমার বন্ধু, প্রেম চলে না।২
কথা দিয়ে কথা বন্ধু, তুমি রাখলা না;
আমায় তুমি আশা দিয়া, ভালবাসলা না।২ঐ

আমি সারা জীবন তোমার জন্য, মালা গেঁথেছি; 
তোমার নামে আমি বন্ধু, দোয়া করেছি। ২
আমার সেই মালা তুমি, গলায় পড়লা না;
তোমার সাথে আমায় বন্ধু, তুমি বাধঁলা না।২ঐ

আমি পাগল হয়ে তোমার কথা, মনে ধরেছি; 
তোমায় নিয়ে দারুণ দারুণ, স্বপ্ন বুনেছি।২
তোমার মনের কথা মুখের কথা, এক ছিল না; 
তোমায় ভালোবাসা, আমার বন্ধু, ঠিক ছিল না।২ঐ

আমি সরল ছিলাম, তোমায় বন্ধু, বিশ্বাস করেছি; 
জীবন যৌবন সবই বন্ধু, তোমায় সপেছি।২
আমার প্রেমের মূল্য তুমি, দিতে পারলা না;
তোমার সাথে আমার বন্ধু, কিছুই মিলে না। ২ঐ

Comments

    Please login to post comment. Login