Posts

কবিতা

মা-বাবা

November 30, 2024

মোঃ মাহবুবুর রহমান

      ‌

জীবনের প্রথম কথা বলা,প্রথম পথ চলা,
আমার জীবনের প্রথম ভালোবাসা,
যার সাথে হয় তার নামই মা-বাবা।

এখন আমি হয়েছি বড়, তবু ও আমি 

তাদের কাছে যেন এখনো ছোট খোকা,
তারা মনে করে আমি সহজ সরল ও বোকা।
দিয়েছি তাদের কত যে ধোকা।
বলেছি তাদের কত যে মিথ্যা কথা,
তবুও তারা হারায়নি আমার উপর আস্থা।
তবুও তারা করে দিয়েছে না চাইতেই ক্ষমা।
প্রতিদিন ই যে করে নামাজের পর আমার জন্য দোয়া,

করে সবসময় আমার জন্য মঙ্গল কামনা ,
তাদের নাম ই মা -বাবা।

প্রতি দিন ই যে নেয় আমার খোঁজ,
যারা আমার জন্য চিন্তা করে রোজ।
আমার জীবনের সেরা সাহায্য কারী,
আমার পেছনে সবসময় লেগে থাকা ব্যক্তি।
আমার জন্য যারা নিজের জীবনের করে না পরোয়া,
তাদের নাম ই হলো মা-বাবা।

আমি (সন্তান) থাকি সবার কাছে ভীত হয়ে আর নরম,
মা- বাবার কাছে এসে হয়ে যায় গরম।
তারা কোনো কিছু করতে বলে যখন,
আমার মাথা ঠিক থাকে না তখন।
করি না তো সেটা,করি তার বিপরীত কাজটা।
তারা ভালো কিছু বললেও,করি তার উল্টা।
তারা আমার জীবনের জন্য কি,
     তারা বেঁচে থাকতে বুঝিনা,
বুঝি তখন,যখন কিছু করার থাকে না।

আল্লাহর পরে মা-বাবায় বাসে বেশি ভালো ,
তারাই আমার (সন্তান) জীবনের আসল হিরো।
তাদের ভালোবাসা টায় প্রকৃত ভালোবাসা,
নিঃস্বার্থ ভালোবাসা।
 

Comments

    Please login to post comment. Login