দেখা দিয়ে যাও
একটু দেখা দিয়ে যাও না প্রিয়, একটু কাছে টেনে নাও না;
আমি কি তোমার কাছে হয়েছি এতই ফেলনা।২
পোড়া চোখে তোমায় দেখতে ব্যাকুল হয়ে থাকে;
নয়ন ভরে তোমার ছবি সাজিয়ে সাজিয়ে রাখে।২
দেখতে না পেলে তবে, নয়ন ভরে আসে কান্না;
তুমি কি আমার কথা, বুঝতে পারো না।২ঐ
বুকের মাঝে কি ঝড় উঠে তোমার বিরহে;
একটু একটু করে প্রিয় পরান তাতে দহে।২
তোমার না পেলে প্রিয়, সে আগুন নিভে না;
তুমি কি আমার কথা, বুঝতে পারো না।২ঐ
তোমায় পেতে দিবানিশি ব্যাকুল হয়ে থাকি;
অশ্রু দিয়ে ভরে থাকে আমার কাজল আঁখি।
তোমায় ছাড়া আমার মুখে হাসি ফোটে না;
তুমি কি আমার কথা, বুঝতে পারো না।২ঐ