Posts

গল্প

রূপকথার গল্প স্নো হোয়াইট (অনুবাদ গল্প) (Premium)

December 1, 2024

আকাশ মোদক

Original Author অজ্ঞাত

Translated by আকাশ মোদক

অনেক অনেক দিন আগে এক প্রাসাদে স্নো হোয়াইট নামে এক রাজকুমারী বাস করতো। তুষারের মতো ধবধবে সাদা মুখশ্রী তার। কয়লার মতো কালো চুল, গোলাপের পাপড়ির মতো লালচে ঠোঁট তার। যে কেউ তাকে প্রথম দেখলে বলে উঠবে, এ কি বিধাতার সৃষ্টি!

সেই অপরূপা সুন্দরী স্নো হোয়াইটের সৎ মা ছিলো সেই রাজ্যের রাণী। রাণী হলে কী হবে, সে ছিলো এক কুটনি মহিলা। স্নো হোয়াইট জন্মের পর পরই তার মা মারা যান, একারণে রাজা সুন্দরী কুটনি মহিলাটিকে বিয়ে করেন। রাণী শুধু কুটনি ছিলো তাই নয়। সে ছিলো কালো জাদুর উপাসক। তার কাছে ছিলো বিখ্যাত কালু জাদুর আয়না।

কুটনি রাণী তার চেয়ে সুন্দরী সবাইকে ঘৃণা করতো। একারণে সে স্নো হোয়াইটকে দাসীর মতো খাটাতো। তাকে দিয়ে বিভিন্ন কাজকর্ম করাতো। স্নো হোয়াইট খুব কর্মঠ মেয়ে। সে রাণীর সকল অত্যাচার মুখ বুজে সহ্য করতো। স্নো হোয়াইট মনে মনে স্বপ্ন দেখতো, একদিন সে এই জাহান্নাম থেকে মুক্তি পাবে। এক সুন্দর রাজকুমার এসে তাকে তার রাজপ্রাসাদে নিয়ে যাবে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login