Posts

কবিতা

গীতি কবিতা ০১৪১: গল্পে গল্পে তোরে

December 1, 2024

তারিক হোসেন

39
View

    গল্পে গল্পে তোরে

অল্প অল্প করে গল্পে গল্পে তোরে;
করেছি আপন একটু একটু করে।২
যেওনাকো দূরে আমাকে ছেড়ে;
একটু বস পাশে হাতটি তুমি ধরে।২
দুজনাই হারিয়ে যাই, দূর আকাশের পরে।ঐ

গল্পে গল্পে তোরে সাজিয়েছি মনের মত করে; 
রেখেছি তোরে যুগ যুগ ধরে আপন করে।২
তুই যাসনে যাসনে ওই পাহাড়ের ধারে;
থাক না একটু ভালোবেসে আমার ঘরে।২
দুজনাই হারিয়ে যাই, দূর আকাশের পরে।ঐ

রাঙ্গা রাঙ্গা ভোরে, স্নান শেষে স্নিগ্ধ ওই তোরে;
শ্যামল সুন্দর স্নিগ্ধতায় ভরে।২
আটকে রাখিস যাসনে তুই দূরে;
থাক না একটু আমার নয়ন ভরে।২
দুজনাই হারিয়ে যাই, দূর আকাশের পরে।ঐ

Comments

    Please login to post comment. Login