Posts

কবিতা

গীতি কবিতা ০১৪২: কানে কানে বল

December 2, 2024

তারিক হোসেন

36
View

      কানে কানে বল

কানে কানে বল কথা, কানে কানে বল; 
তোমার কথা শুনতে আমার বড়ই লাগে ভালো।২

গুনগুনিয়া গান গাও, মনের কথা বইলা যাও; 
ফুলে ফুলে উইড়া উইড়া, ফুলের মধু খাও।২
খাওয়া শেষে আমায় নিয়ে, দূরে কোথায় চলো;
তুমি যে আমার পরান পাখি আমার আশার আলো।২ঐ

তুমি ফুলে ফুলে ঘুরে বেড়াও, কত ফুলের মঞ্জুরি; 
দেখিয়া রেখ ভাঙ্গে না যেন, আমার নতুন কুঁড়ি।২
ফুল যে তোমায় কাছে চায়, বাসে কত ভালো; 
তুমি যে আমার জীবন মরণ, দু নয়নের আলো।২ঐ

Comments

    Please login to post comment. Login