পাখিরে তুই যাসনে দূরে
পাখিরে ও পাখিরে তুই যাসনে চলে দূরে;
তোরে ছাড়া আমি থাকবো কেমন করে।২
তোরে আমি বাঁধিয়া রাখিবো, আমার মনের ঘরে;
সকাল বিকাল পোষ মানাবো, একটু একটু করে।২
তুই থাকবি আমার বুকে, আমার গলা ধরে;
সারা জীবন রাখবো তোরে আদরে আদরে।২ঐ
তোরে আমি সাজিয়ে রাখিবো, রামধনুর রং দিয়ে;
তোর অঙ্গে অঙ্গে রঙ মাখাবো, প্রেমের রং দিয়ে।২
তুই থাকবি আমার ঘরে, জনম জনম ধরে;
সারাটি জীবন কাটিয়ে দেবো তোর হাতটি ধরে।২ঐ
তোরে আমি পড়িয়ে দিবো বিনি সুতার মালা;
সারা জীবন ভাসবো আমি তোর প্রেমেরি জ্বালা।২
তোরে আমি পরান করে রাখবো বুকের ঘরে;
তুই হাসবি হাসাবি রঙ ছড়াবি শুধু আমার ঘরে।২ঐ