Posts

গল্প

বাকবাকুম(পর্ব-৩) (Premium)

December 3, 2024

মোঃ আরিফুজ্জামান

কিন্তু হৃদয় ভাঙ্গার দুঃখে যারা শোকাহত থাকে। তাদের কাছে KFC-র চিকেন কিংবা ম্যাকডোনাল্ডের পিজ্জাও বিষাদ মনে হয়। মুখের কাছে নিলেই, বমি বমি ভাব লাগে।

আলমগীর-শাবানা-রাজ্জাক এই তিনজনের দুঃখ ভারাক্রান্ত হৃদয় দেখে, আমার মনে কিঞ্চিৎ সন্দেহ তৈরী হল- ওরা মুখে দানা-পানি তুলবে তো?

কিন্তু, না! একটু পরেই আমার সেই সন্দেহ দূর হল। আলমগীর তার রুম থেকে নেমে এসে, খাওয়া শুরু করল। সে দ্রুত খাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে, আগের মতই ভাবলেশহীন ভাবে বসে রইল। এরপর একে একে শাবানা, রাজ্জাক যে যার মত একাকী ব্রেকফাস্ট সেরে নিজ রুমে আগের মতই বসে রইল।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login