আমার কাছে ভালোবাসা
আমার কাছে ভালোবাসা ক্ষণিকের জন্য না,
আমার কাছে ভালোবাসা সব সময়ের জন্য।
আমার কাছে ভালোবাসা মিথ্যা কিংবা মজা না,
আমার কাছে ভালোবাসা মানে সত্য।
আমার কাছে ভালোবাসা কাউকে কষ্ট দেয়া না, তার পাশে থাকা।
আমার কাছে ভালোবাসা জ্যোৎস্নাস্নাত রাতের মত
আলোকিত, বৃষ্টির মত সতেজ, ফুলের মত পবিত্র।
আমার কাছে ভালোবাসা আকাশের মত বিশাল
বসন্তের মতো রঙিন।
ভোরের শিশিরের মত স্নিগ্ধ, প্রাণ চাঞ্চল্য।।
আমার কাছে ভালোবাসা একটা সিংহাসন,
আমার কাছে ভালোবাসা কষ্টের পরে সুখ।
আমার কাছে ভালোবাসা মানে যুদ্ধ,
আমার কাছে ভালোবাসা মানে আপনার সততা।
আমার কাছে ভালোবাসা মানে শ্রদ্ধা
আমার কাছে ভালোবাসা মানে একে অপরকে বিশ্বাস।
আমার কাছে ভালোবাসা মানে নির্ভরতা
আমার কাছে ভালোবাসা মানে অবলীলায় কিছু বলতে পারা,
আমার কাছে ভালোবাসা মানে ধৈর্য ।
আমার কাছে ভালোবাসা মানে বৃক্ষের মতো ছায়া।