Posts

কবিতা

গীতি কবিতা ০১৪৫: তোমার খোলা চুলে

December 3, 2024

তারিক হোসেন

    তোমার খোলা চুলে

তোমার খোলা চুলে, তোমায় দারুণ লাগে;
এতো ভালো তোমায় লাগেনি তো আগে।২
তোমার খোলা চুলে, আমার পরান দোলে;
পরান দোলে, পরান দোলে, আমার পরান দোলে।২ঐ

তোমার প্রেমে আমি সখি, ভীষণ ডুবে আছি; 
তোমার জন্য জীবন দিতে, তাইতো আমি রাজি।২
তোমার মনের রাগে, আমার হিয়ায় ঢেউ  জাগে; 
যত দেখি আরো দেখার, ইচ্ছা মনে জাগে।২ঐ

খোলা চুলে তুমি সখি, অপূর্ব এক ষোড়শী;
সাথে আছে তোমার মুখের, মন ভুলানো হাসি।২
ওই হাসি দেখলে সখি, শিরায় কাঁপন জাগে;
যত দেখি আরো দেখার, ইচ্ছা মনে জাগে।২ঐ

তুমি সখি মায়াবতী, চুল যে তোমার ঝর্ণা ধারা;
চুলের রূপে পাগল প্রায়, হই যে আত্মহারা ।
তোমায় সখি দেখতে আমার দারুন ভালো লাগে;
যত দেখি আরো দেখার, ইচ্ছা মনে জাগে।২ঐ

Comments

    Please login to post comment. Login