"আহ!কি সুন্দর বাতাস। কি সুন্দর ধানক্ষেত দেখেছো? নদীর ঢেউ গুলো দেখো!!! যেন আপন ইচ্ছায় নদীর স্রোত বয়ে যাচ্ছে।
লঞ্চের কিনারায় দাঁড়িয়ে এ কথাগুলো সুমি নিরবকে বললো।নিরব সুমির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। সুমির কথাগুলো তার কাছে অসাধারণ মনে হল। যেন কথা না কোন এক অজানা সুর, ঠিক গানের মত। সুমির পরনে ছিল নীল রঙের শাড়ি, হাতে নীল রংয়ের কাচের চুড়ি আর নীল রঙের হিজাব ।কি অসাধারণ দেখতে লাগছে সুমিকে।