Posts

কবিতা

গীতি কবিতা ০১৪৬: ইচ্ছা হলে কাছে এসো

December 3, 2024

তারিক হোসেন

    ইচ্ছা হলে কাছে এসো

আমি বড় আশা করে তোমার কাছে এসেছি; 
তোমায় আমি অনেক ভালোবেসেছি।২

ইচ্ছা হলে কাছে এসো, ইচ্ছা হলে আমায় ভালোবেসো;
সারাটা জীবন আমায় বুকে জড়িয়ে তুমি রেখো।২
আমি আছি তোমারি আছি, তোমায় ভালোবাসি;
সারাটা জীবন ফোটাবো তোমার মুখে হাসি।২ঐ

ইচ্ছা হলে সময় দিও, নিও আপন করে;
পূর্ণিমার ওই চাঁদ দেখো, আমার হাতটি ধরে। ২
আমি জনম জনম থাকবো তোমার কাছাকাছি; 
রইবো তোমার আপন, এখন যেমন আছি।২ঐ

ইচ্ছে হলে তোমার হাসি, মাখিয়ে দিও আমায়; 
ভরিয়ে দিও আমার মন তোমার সুখের ছোঁয়ায়। ২
আমি হাজারো জনম তোমার জন্য অপেক্ষাতে আছি; 
যেন পাই তোমায়, জীবনের কাছাকাছি। ২ঐ

Comments

    Please login to post comment. Login