রক্তে মোদের শহীদের ঘ্রাণ!
লিংকন
০২//১২/২০২৪
দিকে দিকে উঠছে রব
দিচ্ছে শ্লোগান!
মাতৃভূমিকে বাঁচাবো মোরা
নয়তো দিবো প্রাণ!
৫২' তে দিয়েছি রক্ত
দিয়েছি ৭১' এ!
স্বাধীনদেশকে স্বাধীন করতে
২৪' এ ও দিলাম যে!
বীরের জাতি বাঙালী জাতি
ওরা কি গেছে ভুলে!
শত্রুর বুকে কাঁপন ধরাতে
বীর বাঙালী জানে!
রক্তের বিনিময়ে পেয়েছি,
মোরা মোদের স্বাধীনতা!
আবার না হয় রক্ত দিবো
রূখবো পরাধীনতা!
দেশেই জন্মে দেশের শত্রু
তোরাও হয়ে যা সাবধান!
ভিনদেশীদের সাথে তাল মিলালে
জানি তোদেরও যাবে প্রাণ!
শহীদের রক্তে তৈরী আমার
মানচিত্র পতাকাখানি!
কে আছে যে ছিনিয়ে নিবে,
তার কলিজা চিবাবো আজি!
রক্তে মোদের শহীদের ঘ্রাণ
হৃদয়ে মুক্তির নেশা!
পেশীতে মোদের শানিত শক্তি
কে রূখিবে তা!
This is a premium post.