মানুষ মানুষের ঔষুধ
কেন দুঃখ দিলা রে বন্ধু, সুখ দিলা না;
মানুষ মানুষের ঔষুধ রে বন্ধু, তুমি বুঝলা না।২
তোমার দেখা পেলে রে বন্ধু, দুঃখ চলে যায়;
মনের মাঝে সুখের পালে, হাওয়া লেগে যায়।২
দূরে দূরে থাকলা রে বন্ধু, কাছে আসলা না;
তুমি আমার ঔষধ রে বন্ধু, তুমি বুঝলা না।২ঐ
তোমার কথা ভাবলে রে বন্ধু, মনে শান্তি পায়;
সকাল দুপুর সারাবেলা, মন তোমারে চায়।২
আমার কথা তুমি রে বন্ধু, একটু ভাবলা না;
তোমার বিরহে কান্দি রে বন্ধু, তুমি বুঝলা না।২ঐ
পরান ভরে যায় রে বন্ধু, পরান ভরে যায়;
তোমার প্রেমে আমার বন্ধু, পরান ভরে যায়।২
পর তুমি ভাবলা রে বন্ধু, আপন ভাবলা না;
তুমি আমার আপন রে বন্ধু, তুমি বুঝলা না।২ঐ