Posts

কবিতা

লোকগীতি ০১৪৮: দুঃখের ভাগীদার

December 5, 2024

তারিক হোসেন

       দুঃখের ভাগীদার

যার জন্যে হইলাম আমি, দুঃখের ভাগীদার; 
সে আমারে দোষী করল, হইল না সে আমার।২

আমি তারে বাসিলাম ভালো, সবার চেয়ে বেশি; 
সে আমারে বুঝিলো না, হইল না সে খুশি।২
ভালোবাসা এমন কেন, হইল না রাত ভোর; 
তার জন্যে চুরি করে, হইলাম আমি চোর।২ঐ

এতো আমি বললাম তারে, কি চাই তার কাছে;
বুঝিলো না সে মনের কথা, বুঝিলো শুধু মিছে।২
খাঁচার পাখি চলে গেলে, হয়ে যায় সে পর;
মনের কথা না বুঝলে পরে, আপন হয় পর।২ঐ

ভালোবাসা শাখের করাত, দুধারে তার কাটে;
দুজনেতে বুঝিলে পরে, একই সাথে হাটে।২
আমি তারে আপন করলে. সে হয় আরো পর; 
তার সাথে কেমনে বাঁধি, আমার সুখের ঘর।২ঐ

Comments

    Please login to post comment. Login