Posts

কবিতা

গীতি কবিতা ০১৪৯: বড় ভালোবাসি

December 6, 2024

তারিক হোসেন

        বড় ভালোবাসি

বড় ভালোবাসি তোমায়, তুমি আমার প্রাণ;
তোমার কোমল স্পর্শে, মিটে যায় আমার অভিমান।২
না পেলে কাছে, বুক যে আমার, শুধুই পোড়া বাগান;
দুচোখ ভেঙ্গে অশ্রু আসে, পাহাড় সমান।২ঐ

তোমার সকল সুখে আমি, সুখের জলে ভাসি;
তোমার মুখে হাসি দেখলে, পরান খুলে হাসি।২
তোমার সুন্দর হাসি তুমি, করেছ আমায় দান; 
আমার মুখের হাসিতে আজ, তোমার অবদান।২ঐ

দিন দিন তোমার প্রতি, বাড়ছে গভীর টান; 
তোমায় ছাড়া থাকতে পারি না, একটাও দিন।২
ঘুমের মাঝে স্বপ্নে আসো, কর অনেক আপন;
ইচ্ছা করে ঘুমিয়ে থাকি, সারাটা জীবন।২ঐ

তোমার সাথে আমার এখন, হৃদয়ের বন্ধন;
একদিন না কাছে পেলে, বাড়ে অভিমান।২
তুমি বুকের মাঝে জড়িয়ে রেখো, হাতটি ধরে জান;
নিমিষেই চলে যাবে, আমার মনের সকল অভিমান। ২ঐ

Comments

    Please login to post comment. Login