তোমায় ছাড়া ভালো লাগে না
ভালো লাগে না রে বন্ধু, ভালো লাগে না;
তোমায় ছাড়া আমার বন্ধু, ভালো লাগে না।২
জীবন চলে না রে বন্ধু, জীবন চলে না;
তোমায় ছাড়া আমার বন্ধু, জীবন চলে না।২ঐ
ইচ্ছে করে জীবন ভরে, দেখি তোমার হাসি মুখ;
তোমার হাসি মুখে আমি, পাই বড়ই সুখ।২
তুমি আমার নয়ন মনি, তুমি জানো না;
তোমায় না দেখলে বন্ধু, ভালো লাগে না।২ঐ
ইচ্ছা করে তোমার সাথে, কাটাই সারা বেলা;
ভালোবাসে তোমার সাথে, করি প্রেমের খেলা।২
তুমি আমার কত আপন, তুমি জানো না;
তোমায় ছাড়া আমার বন্ধু, শান্তি লাগে না।২ঐ
ইচ্ছা করে জীবন ভরে, বাসি তোমায় ভালো;
সারা পৃথিবী ঘুরে বেড়াই, নিয়ে তোমায় চলো।২
তুমি আমার বুকের নিঃশ্বাস, তুমি জানো না;
তোমায় ছাড়া আমি বন্ধু, বাঁচতে পারি না।২ঐ