নির্মল ও মুক্ত বাতাসে বাচতে যদি চাও
পিছনেতে না তাকিয়ে সামনে ফিরে চাও
দেখতে দুর্বল হলেও, কেওই দুর্বল নহে
সকলেতেই কোন না কোন দাহ যন্ত্রনা সহে
হও বীর, সর্বদা উচু রাখো শির
তোমার তীব্র হুঙ্কারে মাটি ফেটে চৌচির
তুমি মহান আল্লাহর অপূর্ব এক দান
তুমার যিনি তৈরি করেছে, তিনি চিরমহান
তিনি পারেন সবই,তিনিই যে সর্বশক্তিধর
তিনিই তুমার সবচেয়ে আপন,ননযে পর
চাও তার কাছে যত তুমার দরকার মনোবল
তার দানে তুমি হবেই সফল
তুমাদ পদাঘাতে ভেঙে যায় যত বাধা দেয়া শান
কারন তুমিই তো মধ্যযুগের সেই চেঙ্গিস খান