Posts

কবিতা

গীতি কবিতা ০১৫১: আকাশ সমান কষ্ট

December 7, 2024

তারিক হোসেন

      আকাশ সমান কষ্ট 

তোমায় ছাড়া আকাশ দেখা, আকাশ সমান বিষাদের;
তোমায় ছাড়া সমুদ্র দেখা, সমুদ্র সমান যাতনার।২
আমার সাথে আকাশ দেখ, অবসান কর বিষাদের;
আমার সাথে সমুদ্র দেখ, দূর কর যাতনার।২ঐ

তোমায় ছাড়া পাহাড় দেখা, পাহাড় সমান কষ্টের;
তোমায় ছাড়া ঝর্না দেখা, চোখের পানির নহর।২
আমার সাথে পাহাড় দেখ, পাহাড় সমান সুখের;
আমার সাথে ঝর্না দেখ, মিষ্টি পানির নহর।২ঐ

তোমায় ছাড়া জোছনা দেখা, বিরক্তিতে ভরা;
তোমায় ছাড়া বিকাল দেখা, সময় নষ্ট করা।২
আমার সাথে জোছনা দেখ, আনন্দিত কর;
আমার সাথে বিকাল দেখ, সুখের সৃষ্টি কর।২ঐ

তোমায় ছাড়া দুঃখ যেন শত গুণে বারে;
ফুলের গন্ধ আমায় যেন বক্ষ চেপে ধরে।২
তুমি এসে দুঃখ কমাও, সুখে ভর ঘর;
ফুলের সুবাস ছড়িয়ে দাও, সারা জীবন ভর।২ঐ

প্রিয় মানুষ প্রিয় মুহুর্ত, আরো প্রিয় করে দেয়;
দুঃখের দিনে আপন হাতে, গড়ল শুষে নেয়।২
প্রিয় ছাড়া প্রিয় জিনিস, হয় যে বিষাদের;
মনের মাঝের শুন্যতায়, সৃষ্টি করে দুঃখের।২ঐ

Comments

    Please login to post comment. Login