Posts

কবিতা

গীতি কবিতা ০১৫২: মন পোড়ার গন্ধ

December 7, 2024

তারিক হোসেন

    মন পোড়ার গন্ধ

মন পোড়ার গন্ধ কি তুমি পাওনা; 
একবার এসে নিভিয়ে দিয়ে যাও না।২

তুমি চলে গেছো সব কিছু ছেড়ে; 
দূর থেকে দূরে বহু দূরে।২
তোমার বিরহে সারাটা জীবন ধরে; 
আমার মন একটু একটু করে পুড়ে।২ঐ

তুমি ছিলে হৃদয়ের পুরোটা জুড়ে; 
চলে গেছো দিয়ে গেছো শূন্যতায় ভরে। ২
তোমার শূন্যতায় আমার হৃদয় পুড়ে; 
পুড়ে পুড়ে অঙ্গার  হয়ে আবার পুড়ে।২ঐ

তুমি ছিলে ছিল কত সুখের স্মৃতি;
চলে গেছো ভেবেছো সব ইতি।২
তোমার স্মৃতি আমার হৃদয় জুড়ে; 
বিরহ আগুনে আমার মন পুরে।২ঐ

এ পোড়ার নেই শেষ সীমানা;
তুমি এসে নিভিয়ে দিয়ে যাও না।২
যদি পারো আবার নতুন করে; 
ভালোবেসে এ হৃদয়ে বসত করে।২ঐ

Comments

    Please login to post comment. Login