প্রেম জ্বালা মরণ জ্বালা
প্রেম জ্বালা মরণ জ্বালা, বাঁচাতে আমায় দিলো না।২
সোনা বন্ধু তুমি আমায়, আর পাইবা না।
আর পাইবা না রে বন্ধু, আর পাইবা না;
সোনা বন্ধু তুমি আমায়, আর পাইবা না।২ঐ
দুঃখে আমার বক্ষ ফাটে, কলিজা জ্বলে যায়;
মনের ব্যথায় অঙ্গ ফাটে, শরীর মরে যায়।২
তোমার বিরহে আমি বন্ধু, থাকতে পারি না;
চরম দুঃখী হয়ে আমি, বাঁচতে পারি না।২ঐ
তোমার কষ্টে অন্তর পুড়ে, হয়ে গেছে ছাই;
এখন আমার দুঃখ ছাড়া, আর কিছু নাই।২
এমন জীবন আমি বন্ধু, আর চাই না;
এতো দুঃখ নিয়ে আমি, বাঁচতে পারি না।২ঐ
সবার দুঃখ বাড়ে কমে, আমার কমে না;
বন্ধু বিয়োগের দুঃখ আমার, একটু কমে না।২
দুঃখের ভারে ডুবছি বন্ধু, থাকতে পারি না;
তোমায় ছাড়া আমি বন্ধু, বাঁচতে পারি না।২ঐ