Posts

কবিতা

লোকগীতি ০১৫৩: প্রেম জ্বালা মরণ জ্বালা

December 7, 2024

তারিক হোসেন

      প্রেম জ্বালা মরণ জ্বালা

প্রেম জ্বালা মরণ জ্বালা, বাঁচাতে আমায় দিলো না।২
সোনা বন্ধু তুমি আমায়, আর পাইবা না।
আর পাইবা না রে বন্ধু, আর পাইবা না;
সোনা বন্ধু তুমি আমায়, আর পাইবা না।২ঐ

দুঃখে আমার বক্ষ ফাটে, কলিজা জ্বলে যায়;
মনের ব্যথায় অঙ্গ ফাটে, শরীর মরে যায়।২
তোমার বিরহে আমি বন্ধু, থাকতে পারি না;
চরম দুঃখী হয়ে আমি, বাঁচতে পারি না।২ঐ

তোমার কষ্টে অন্তর পুড়ে, হয়ে গেছে ছাই;
এখন আমার দুঃখ ছাড়া, আর কিছু নাই।২
এমন জীবন আমি বন্ধু, আর চাই না;
এতো দুঃখ নিয়ে আমি, বাঁচতে পারি না।২ঐ

সবার দুঃখ বাড়ে কমে, আমার কমে না;
বন্ধু বিয়োগের দুঃখ আমার, একটু কমে না।২
দুঃখের ভারে ডুবছি বন্ধু, থাকতে পারি না;
তোমায় ছাড়া আমি বন্ধু, বাঁচতে পারি না।২ঐ

Comments

    Please login to post comment. Login