শীত আসবে, সভা-সমাবেশে পূর্ণ
শীতকাল ফুঁড়ে জেগে থাকবো, আজ
অনুমান করতে বসবো হিমবাহ।
যে হাত বাড়িয়েছিলো শীতার্ত, ভঙ্গুর
প্রিয় কম্বলের উষ্ণতা চেয়ে—
সতর্কতায় নিভিয়ে দিয়েছি যা দেওয়ার ছিলো।
তার ক্ষুধার্ত অশ্রুরেখা বয়ে—
অনিবার্যভাবে অনুভব করবো
শীতের ব্যথা, আজ জেগে থাকবো
সারাটা শীতকাল বিস্তারিত এই জেগে থাকা।