জাতীয় ঐক্য
লিংকন
০৫/১২/২৪
কাঁধে রেখে কাঁধ!
হাতে রেখে হাত !
আজ শপথ করি চল-
দেশের সার্বভৌম রাখবো মোরা
করবো না কোন ছল!
ষড়যন্ত্রের জাল উপড়ে ফেলে
স্বৈরাচারের কবর দিয়ে!
জালিমের দাঁত ভেঙে দিয়ে!
গড়বো দেশ সোনার মতো!
এই করি আজ পণ!
বৈষম্যের বীজ উপড়ে ফেলে
ধনী গরীব সবাই মিলে!
যোগ্যতাকে মূল্য দিয়ে
দেশ গড়বো চল!
দল মোদের ভিন্ন হোক!
হোক না নীতি ভিন্ন !
দেশের স্বার্থে সবাই যেনো
থাকতে পারি অভিন্ন!
এদেশ আমার!
এদেশ তোমার!
এদেশ মোদের সবার!
জাতীয় ঐক্য সৃষ্টি করে -
এসো এক হয়ে যাই আবার!
This is a premium post.