তবু এসো
তুমি এসো চলে এসো কোন এক শরতে,
আকাশের শুভ্র বালিহাস হয়ে।
বর্ষার আকাশের মেঘমালা কিংবা ঝড় শেষে ফাগুনী হাওয়া হয়ে এসো।
বসন্তের কোকিলের সুর হয়ে এসো,
দিনশেষে পড়ন্ত বিকেলের সাক্ষী হয়ে
ভোরের শিশিরের অনুকনা নয়তো প্রকৃতির সবুজ হয়ে এসো। চলে এসো বৃষ্টির কোন এক সন্ধ্যায়,
ভেজা মৃত্তিকার স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে।
জোৎস্নার একফালি আলো হয়ে এসো।
বিষাদে জড়ানো ক্লান্ত রাতের পর
এক টুকরো আধার হয়ে এসো।
আমার বুকের পাঁজরের কষ্ট হয়ে এসো,
প্রকৃতির মায়া কন্যা হয়ে এসো।
আমার বিশ্বাসের গতিপথে,
অবিশ্বাস হয়ে এসো তবু এসো।
ভুল করে ভুল ক্ষণে চলে এসো
আমি সময়ের হাতে হাতকড়া পড়িয়ে,
স্বল্পক্ষণের কারাগারে বন্দী এক প্রহরী
শুধু তোমার অপেক্ষায়,
চলে এসো।
হোক ভুল করে কিংবা ভুল সময়ে
তবু এসো।।