ভালোবাসা অনেক কঠিন
ভালোবাসা অনেক কঠিন, সুখের চেয়ে দুঃখ অনেক বেশি;
তবুও মানুষ ভালবাসে, হইতে চায় সুখী।২
তোমার পানে চেয়ে চেয়ে সুখের স্বপ্ন দেখি;
তুমি আমার স্বপ্নচারিনী, তুমি আমার সখি।২ঐ
মনের মত মন পাওয়া, অনেক বড় দায়;
মনের মানুষ পর হলে, কষ্ট বেড়ে যায়।২
মনের মানুষ আপন হলে, সবকিছুতে হাঁসি;
একটুখানি অবুঝ হলে, গলায় দুঃখের ফাসি।২ঐ
সবার সাথে সমান ভাবে, যায় না কভু মিশা;
মনের মাঝে ইচ্ছা থাকে, থাকে বড় আশা। ২
একটুখানি ছাড়িয়া গেলে, চোখের জলে ভাসি;
ভাঙ্গা মনে তখন শুধু, কষ্ট রাশি রাশি।২ঐ
যার সনে যার ভালোবাসা দেখলে লাগে ভালো;
ইচ্ছা করে সারা জীবন জ্বালি মঙ্গল আলো।২
ইচ্ছে করে তোমায় আমি, আরো ভালোবাসি।
সারা জীবন তোমার সাথে, কাটাই হাসি হাসি।২ঐ