Posts

কবিতা

লোকগীতি ০১৫৫: পিরিত ভালো না

December 8, 2024

তারিক হোসেন

     পিরিত ভালো না

পিরিত ভালো না রে সখি, পিরিত ভালো না; 
পিরিত কইরা আমার সখি, সুখ হইল না।২

সুখের আশায় করলাম পিরিত, সোনা বন্ধুর সাথে; 
বন্ধু আমায় ছাড়িয়া গেল, অন্য কারো সাথে।২
আইলো নারে আইলো না, বন্ধু আইলো না;
আমার সুখের ভাগীদার, বন্ধু হইল না।২ঐ

জাত কুল মান সবই গেল, পিরিত পিরিত করে;
ভেবেছিলাম সুখে রব, হাতটি তার ধরে।২
সুখ যে আমার সোনার হরিণ, আমি পাইলাম না;
বন্ধুয়ারে কাছে পেয়ে, রাখতে পারলাম না।২ঐ

আমি তারে বেসেছিলাম, আমার চেয়ে ভালো; 
তার মনটা ছিল সখি, রাতের চেয়ে কালো। ২
কি ছিল তার মনে, জানতে পারলাম না; 
কিসের অভাবে চলে গেল, বুঝতে পারলাম না।২ঐ

তার গলায় পড়িয়েছি, আমার প্রেমের মালা;
সেই প্রেম হয়েছে আমার, জীবন মরণ জ্বালা।২
তারে ভীষণ মনে পড়ে, ভুলতে পারি না;
প্রেম বিরহ এখন আর, সইতে পারি না।২ঐ

Comments

    Please login to post comment. Login