Posts

কবিতা

কবিতার নামঃসাথী

December 9, 2024

ওমর ফারুক আশরাফি

                সাথী
            ওমর ফারুক

মনে রেখো সাথী আমায়
   ভুলে যেও না গো |


ভুলে গেলে মরেই যাবে
এই প্রেম পাগলা মন |


মনের মাঝে আকি
তোমারি ছবি সাথী |


মনের মাঝে আপন সাজে
রাখবো তোমায় সাজিয়ে |


কথা দাও?সাথী আমায়
ছেড়ে চলে যাবে নাকো |


চলে গেলে মরেই যাবে
তোমার প্রেমিক|

Comments

    Please login to post comment. Login