মতের অমিল
আজকাল বড্ড ক্লান্ত লাগে।
কথা বলতে ইচ্ছে করে না।
ইচ্ছেরা উড়ে চলে মেঘের ভেলায়,
বেচারা আমি পড়ে থাকি মতের অমিলে।
সকাল বিকাল রাত দিন
সময় অসময়ে মতে অমিলে
নিষ্পেষতি যাপিত জীবন।
তর্কে বিতর্কে মতের অমিল
সহ্য করা এখন বড়ই কঠিন।
মুক্তি কি মিলবে এ জনমে?
মতের অমিলের ফারাক!!!