সুমন প্রতিদিন সকালে গ্রামের মাঠে হাঁটতে যায়। চারপাশে নদীর কোল, সবুজ ধানক্ষেত, আর দূরের জঙ্গলের সৌন্দর্য তাকে ভীষণ টানে। তবে গত কয়েকদিন ধরে সে খেয়াল করেছে, গ্রামের পাশের বড় বটগাছটায় অচেনা পাখিরা ভিড় জমিয়েছে। তারা এত মিষ্টি সুরে ডাক দেয় যে সুমন তাদের দেখতে গিয়ে পুরো সময় কাটিয়ে দেয়।