প্রিয়ংবদা,
শুন্যতার দাবদাহে হৃদয় মন্দিরের
গোপনকক্ষে, রক্ষিত আমার স্বপ্নগুলো,
একটু একটু করে পুড়ে যখন ছাঁই হচ্ছিল,
ঠিক তখন আগমন তোমার অঙ্কুরিত স্বপ্ন হয়ে।
প্রিয়ংবদা,
খরস্রোতা নদীর মতো জলের প্রচন্ড তান্ডবে,
ভেঙ্গে যাওয়া দু'কূলে মরমর শব্দের মতো,
অলিন্দ নিলয়ে যখন রক্তের ঝর বইছিল,
ঠিক তখন আগমন তোমার ভালোবাসা হয়ে।
প্রিয়ংবদা,
গ্রীষ্মের খরতাপে চৌঁচির শুষ্ক ক্ষেতের মতো,
নির্জিব চোখে তাকিয়ে ছিলাম আকাশপানে,
ঠিক তখন তোমার আগমন এক পশলা বৃষ্টি হয়ে।
প্রিয়ংবদা,
একাকীত্ব আর নিঃসঙ্গতার হেমলোক বিষ যখন
আমায় আমার শরীর একেএকে নীল করে দিচ্ছিল,
ঠিক তখন তোমার আগমন নিঃসঙ্গতা ঘোচাতে,
দু'হাত বাড়িয়ে বুকের মাঝে আপন করে নিতে।
প্রিয়ংবদা,
এখন তুমি মিশে আছো আমার সকল অস্তিত্বের মাঝে,
সুখ দুঃখ আনন্দ বেদনা শুধুই আজ তোমায় ঘিরে।
১১/১২/১৭