আবার আগের মতোই হবো!
লিংকন
আবার আগের মতোই হবো আমি,
হবো জলহীন নদীর মতোই শুষ্ক,
চর জাগবে,
ধুলো উড়বে,
আগাছায় আগাছায়
ভরে যাবে আমার দেহখানি!
আবার আগের মতোই হবো আমি,
প্রেমহীন একটা হৃদয় নিয়ে,
শুধু লাল রক্তস্রোত বয়ে যাবে,
মাথা থেকে পা অব্দি,
থাকবেনা কোন আবেগ
কিংবা অনুভূতি!
আমি আবার আগের মতোই হবো,
হবো শুকিয়ে যাওয়া ফুলের মতো,
কোন সুবাস থাকবে না,
থাকবে না কোন রং,
থাকবে শুধুই বিবর্ণতা!
আমি প্রাণহীন এক পুরুষ হবো,
হবো হৃদয়হীন অনুভূতিহীন
এক জীবন্ত লাশ!
আর ভালোবাসবো না,
আর প্রেমে পড়বো না,
আর লিখবো না কোন কবিতা!
হারিয়ে যাবো
কোন এক অসীম শূণ্য গহ্বরে!
হারিয়ে যাবে অস্তিত্ব আমার,
সবুজের বুক চিরে!
This is a premium post.