Posts

কবিতা

লোকগীতি ০১৫৬: কারো লগে দেখলে তোমায় অনেক কষ্ট লাগে

December 11, 2024

তারিক হোসেন

58
View

কারো লগে দেখলে তোমায় অনেক কষ্ট লাগে

মনে চায় তোমায় বন্ধু, থাক আমার লগে;
কারো লগে দেখলে বন্ধু,অনেক কষ্ট লাগে।২

তুমি বন্ধু আমার প্রেম, আমার ভালোবাসা;
আমার সাথে থাকবে শুধু, তোমার উঠা বসা।২
তোমার মুখের হাসিতে বন্ধু, আমার হাসি লাগে;
তোমার স্বপ্নে ফুল ফোটাতে, আমার ইচ্ছা জাগে।২ঐ

তোমার সকল চাওয়া বন্ধু, আমার আপন ভাবি;
পূরণ করতে ইচ্ছা করে, তোমার সকল দাবি।২
তোমার সকল কাজে বন্ধু, অনেক আনন্দ জাগে;
সইতে পারি না তোমায় বন্ধু, অন্য কারো লগে।২ঐ

ভালোবাসা বড়ই নিষ্ঠুর, বড়ই স্বার্থপর;
যতবেশি বাসবে ভালো, তত অধিকার।২
ভালোবেসে থাকো বন্ধু, আমার লগে লগে;
তোমার জন্য দিব বন্ধু, আমার জীবনটাকে।২ঐ

Comments

    Please login to post comment. Login