সূর্যাস্ত !
লিংকন
১১/১২/২০২৪
ভোরের আলোর মতোই
আগমন ছিলো আমার!
ছিলাম উদ্দ্যাম উচ্ছ্বল!
ছিলাম প্রকৃতির মতোই
সতেজ- প্রাণ চঞ্চল!
সেই ভোর কেটে গেছে!
বিবর্ণ - এখন সেই সোনালি আলো!
জীবনে এসেছিলো-
তপ্ত দুপুরের মতো যৌবন!
টগবগে রক্তের ঝলকানিতে
চকচকে ছিলো মন!
দুরন্ত ঘোড়ার মতো ছুটেছি
পথে প্রান্তরে!
সুখ আর স্বাচ্ছন্দ্যের পিছে!
পাওয়া না পাওয়ার
হিসেব কষতে কষতে-
কেটে গেছে সোনালী স্বপ্নের মোহ!
থেমে গেছে জীবনের স্রোত!
ক্লান্ত মস্তিস্ক!
স্থবির সময়!
মরিচা ধরা
জীবন নামক চাকায় ভর করে,
বিদ্ধস্ত আমি আজ লাল সূর্যাস্ত মাড়িয়ে
চলেছি গহীন শুন্যের পানে!
অজানা গন্তব্যের পানে!
চলেছি অন্ধকার কিংবা
আলোর পথে!
This is a premium post.