Posts

কবিতা

লোকগীতি ০১৫৭: মনের উপর জোর কর না

December 12, 2024

তারিক হোসেন

     মনের উপর জোর কর না

মনের উপর জোর করিলে, মন তো সুখে থাকে না;
বন্ধুয়ারে কেমনে বুঝাই, আমার ভালো লাগে না।২

তোমার উপর আমার আছে, সকল অধিকার; 
মনের মত আপন করে, ভালবাসিবার।২
একটু খানি আমার প্রেমে, সারা দাও না;
মনের মত ভালোবাসিতে, না করো না। ২ঐ

তুমি আমার সুখের উৎস, তুমি প্রশান্তি;
তোমার ছোঁয়ায় মুছে যায়, আমার ক্লান্তি।২
ভালোবেসে আমায় তুমি, শান্তি দাও না; 
তোমার কোমল ছোঁয়ায়, শান্ত কর না। ২ঐ

তোমায় নিয়ে আমি বন্ধু, অনেক স্বপ্ন দেখি;
স্বপ্নে তোমায় আপন করে কাছে কাছে রাখি।২
সামনে যখন আসো তুমি, মায়ায় বাঁধ না;
তোমায় মায়ায় বাঁধতে আমায়, না কর না।২ঐ

Comments

    Please login to post comment. Login