Posts

কবিতা

লোকগীতি ০১৫৮: সে আমার নাইরে বন্ধু

December 12, 2024

তারিক হোসেন

25
View

    সে আমার নাইরে বন্ধু

কার নামেতে ফুল তুলি, গাঁথি ফুলের মালা;
বন্ধু আমার চলে গেছে, দিয়ে গেছে জ্বালা।২
কার পানেতে চেয়ে থাকি, সকাল সন্ধ্যা বেলা;
সে আমার নাইরে বন্ধু, নাইরে আমার কালা।২ঐ

এখন তারে ছুঁতে পারি না, ধরতে পারি না হাত;
তবুও তারে ভালোবাসি আমি দিন রাত।২
তার কাছে ছিল আমার সকল কিছু ভালা;
সে আমার নাইরে বন্ধু, নাইরে আমার কালা।২ঐ

জীবন দিয়ে তারে আমি বেসেছিলাম ভালো;
সে আমায় বুঝলো না রে, মন ছিল তার কালো।
তার কাছেতে পেলাম শুধু ভালোবাসার জ্বালা;
সে আমার নাইরে বন্ধু, নাইরে আমার কালা।২ঐ

তার মনেতে লেগেছে আজ, নতুন কোন হাওয়া;
তাইতো সে ভুলে গেছে, আমায় দেখা দেওয়া।২
তার বিরহে বুকের মাঝে জ্বলছে বিরহ জ্বালা; 
সে আমার নাইরে বন্ধু, নাইরে আমার কালা।২ঐ

Comments

    Please login to post comment. Login