Posts

কবিতা

০১৫৯ মুর্শিদি: দয়াল রে

December 13, 2024

তারিক হোসেন

  দয়াল রে

দয়াল, ও দয়াল রে রে রে ........
কে আমি,কি আমার পরিচয়,
জানতে পারলাম না;
কোথা হতে আসলাম আমি, 
কোথা যাবো চলে, 
বুঝতে পারলাম না।২

দয়াল, ও দয়াল রে রে রে ........
হাজার জনে হাজার বলে,
সত্য কোনটা জানি না;
আসল সত্য আমি এখন,
কিছুই জানি না।২
জানার জন্য তোমায় খুঁজি,
তোমায় পাই না;
অন্তরে তে তুমি আসো,
ধরা দাও না।২ঐ

দয়াল, ও দয়াল রে রে রে ........
কিসের তরে ভবে আসলাম,
আমি জানি না;
হাজার কাজের মাঝে আমার,
কাজ পাই না।২
মনের মাঝে দারুন ব্যাথা,
মালিক চিনি না;
মালিক ছাড়া সুখের জীবন,
আমি চাই না।২ঐ

দয়াল, ও দয়াল রে রে রে ........
এতো কিছু পাইলাম আমি,
তোমায় পাইলাম না;
সবার মাঝে বিরাজ কর,
খুঁজে পাইলাম না।২
একবার এসে আমার কাছে,
ধরা দাও না;
আমায় তুমি তোমার কাছে,
নিয়ে যাও না।২ঐ

Comments

    Please login to post comment. Login