ফারাজ ফারহান
ফারাজ ফারহান ভালো ছেলে,
দুষ্টু তারা নয়।
বাবা মায়ের আদর পেলে,
অনেক খুশি হয়।
বাবা মায়ের সকল কথা,
তারা দুভাই মানে।
গুরুজনের সকল কথা,
হাসি মুখে শোনে।
মুরব্বিদের তারা দুভাই,
অনেক সম্মান করে।
ছোটদের কাছে পেলে,
অনেক স্নেহ করে।
সবার সাথে মিলেমিশে,
তারা দুভাই চলে।
সারাদিন সবার সাথে,
সত্য কথা বলে।
বাবা মায়ের স্বপ্ন তোমরা,
ভালো মানুষ হও।
সবার মুখে হাসি ফুটিয়ে,
তোমরা সুখে রও।