চরণ বন্দনা
কি সৌন্দর্যে, কি মাধুর্যে পূর্ণ তব চরণ যুগল;
গুটি গুটি করে বসানো আছে সেথায় দশটি আঙ্গুল।
প্রতি আঙ্গুলে আছে একটি করে মুক্তোর মত নখ;
যেন পিট পিট করে তাকানো কবুতরের চোখ।
কি মিষ্টি রঙ্গে পূর্ণ তোমার চরণ যুগল;
মনের অজান্তে আটকে যায় আমার আঁখি যুগল।
এত রুপে ভিজিয়ে রেখেছো তোমার দুটি পা;
ছুঁয়ে দেখতে ইচ্ছে করে ছুঁতে পারি না।
না ছোট না বড় আছে মানানসই;
নুপুর পায়েল কোন কিছুই তোমার দরকার নাই।
তোমার চরণ দিয়েছে বিধাতা নিজের হাতে গড়ে;
পৃথিবীর সব সৌন্দর্য মাধুর্য রূপ সঠিক ভাবে জুড়ে।
এমন সুন্দর পায়ে আলতা পরো না;
স্রষ্টার অপার সৃষ্টি নষ্ট করো না।
তোমার চরণের রুপ বাড়াতে পারে এমন কিছু নাই;
সৌন্দর্যে তোমার চরণের তুলনা অন্য কিছু নাই।