বালিকাবধূ (অনুকথা)
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
দেখতে দেখতে কয়েকটা বছর যে কেমন করে কেটে গেলো, বুঝতেই পারলাম না। দিনের পর দিন, রাতের পর রাত, ঋতু বদলের মধ্য দিয়ে একটু একটু করে কেটে গেলো বছরগুলো। স্বামী, সন্তান, শশুড়-শাশুড়ি নিয়ে বেশ সুখেই কেটে যাচ্ছে জীবনটা।